Sunday, October 1, 2023
Home > রাজনীতি > এরশাদকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

এরশাদকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

এপিপি বাংলা : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

সোমবার (১ জুলাই) সকালে সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান ওবায়দুল কাদের। এসময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী এ তথ্য জানিয়েছেন।

 

গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদ। রবিবার (৩০ জুন) জিএম কাদের গণমাধ্যমকে জানান, এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

 

এদিকে, সোমবার (১ জুলাই) সকালে এরশাদের প্রেস সেক্রেটারি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সাংবাদিকদেরকে বলেন, ‘জাপা চেয়ারম্যানের শরীরের অবস্থা খুব বেশি ভালো নয়। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।’

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *