Thursday, December 7, 2023
Home > বিশেষ সংবাদ > প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রোহিঙ্গা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রোহিঙ্গা গ্রেপ্তার

এপিপি বাংলা ডেক্স : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্টকারী এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। ৪১ বছর বয়সী ওই মিয়ানমারের নাগরিককে গত ২৪ জুন কেদাহ প্রদেশের সুঙ্গাই পেতানি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইন।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশায় নির্মাণ শ্রমিক। সে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ২০১২ সালে ভুয়া ভ্রমণ কাগজপত্র ব্যবহার এবং মানবপাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী। এই নির্মাণ শ্রমিক ছাড়াও আরসা সমর্থক ২৫ বছরের আরেক রোহিঙ্গা তরুণ, এক ভারতীয় ও এক ফিলিপিনোকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার আইনশৃংখলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *