এপিপি বাংলা : আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
আজ রোববার দুপুরে আখাউড়া স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব সফিকুল আলম এমএসসি। তিনি এসময় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াব আসমাম হাবিব, জেলা পরিষদের সদস্য বাবুল মিয়া, আবুল কালাম আজাদ, বোরহান উদ্দিন, এ কে এম মোজাম্মেল হক, সনি আক্তার সুচি, আসাদুজ্জাসান চৌধুরী, ফারুকুজ্জামান, নুরুন্নহার বেগম, সৈয়দা নাহলু আক্তার, শাহিনা আক্তার খানম, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহ আলম ভূইয়া প্রসুখ।