এপিপি বাংলা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান বলেছেন, যে দেশে বিচারহীনতার সংস্কৃাতি আছে; যেখানে অন্যায়-অবিচার, হত্যা ধর্ষণ করলে কিছু হয়না; বছরের পর বছর অপরাধী বিনা বিচারে ঘুরে বেড়াতে পারে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন ঘটনার উপযুক্ত বিচার হয়নি। এমন দেশে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোন গুজব ছড়ায় মানুষ অবশ্যই সেখানে কান দেবে। গুজব মানেই হচ্ছে মিথ্যা। আর এই মিথ্যা দ্বারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য পদ্মা সেতুতে মাথা লাগবে এধরনের গুজব ছড়ানো হচ্ছে। দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণেই ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে একের পর এক হত্যা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকে থেকে যদি সক্রিয় হতো পরিস্থিতি এতটা খারাপ হতো না।
আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে গা ছাড়া ভাব নিয়ে চলে। কোন ঘটনা যখন ব্যাপক আকার ধারন করে তখন তারা সেটি আমলে নেয়। ছেলে ধরা নিয়ে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এটি দূর করতে হবে। মানুষকে গুজবের বিরুদ্ধে সচেতন করতে হবে। যেন তারা গুজবে কান দেয়, আইন নিজের হাতে তুলে না নেয়।