Friday, September 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বঙ্গীয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আড্ডা

বঙ্গীয় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আড্ডা

এপিপি বাংলা : ব্রাহ্মণবাড়িয়ার মিনি কক্সবাজার খ্যাত সরাইল উপজেলার কালিকচ্ছ। বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক আড্ডা দারুণ ও উপভোগ্য হয়ে উঠেছিল ধর্মতীর্থ খেয়াঘাট (ধরন্তী)। বিকেলের ঝিরঝির হাওয়া, এক পশলা বৃষ্টি আর মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি অন্যরকম অনুভুতি ছিল।

কবি আব্দুল মান্নান সরকার এর সভাপতিত্ত্বে বঙ্গীয়র আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মৃধা আহমাদুল কামাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি আবু আহম্মদ মৃধা, সাহিত্য ভুবনের সভাপতি ডাঃ আবুল কাশেম তালুকদার, কবি রাশেদুল হক, তালশহর এ এ আই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি আমির হোসেন, শহর যুবলীগ নেতা নয়ন কুমার রায়, জয়ধ্বনি সাহিত্য সংসদের সহ সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক শাহ মোঃ এলিন, প্রাণ উল্লাস খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিশ্বজিত মল্লিক, বঙ্গীয় প্রচার, প্রকাশনা ও অর্থ সম্পাদক বিশ্বজিত পাল বাবু, নীতিশ রঞ্জন রায়, এনামুল হাসান সমীর, খোকন সেন, ভরসা নির্বাহী পরিচালক আলমগীর তালুকদার।

অনুষ্ঠানে দুর্গাচরণ দাস সম্প্রীতির গান শোনান আর বর্ষার গান শোনান নাজমা আপা, আমির হোসেন, আবুল কাশেম, নীতিশ রায় আবৃত্তি পরিবেশন আড্ডা জমে উঠে। সভা শেষে মুড়ি চানাচুর আয়োজন তৃপ্তির চূড়ান্ত খাওয়া। স্বাগত বক্তব্য রাখে সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সঞ্চালনায় ছিলেন সম্পাদকমন্ডলী প্রভাষক পঙ্কজ দেব। সার্বিক সহযোগিতায় ছিলেন আবু শাহরিয়ার মৃধা।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *