Monday, October 2, 2023
Home > জাতীয় সংবাদ > দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মডেল অভিনেত্রী ও লেখিকা শ্রুতি খানের মতামত

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মডেল অভিনেত্রী ও লেখিকা শ্রুতি খানের মতামত

এপিপি বাংলা : বাংলাদেশ এখন ডেঙ্গুর প্রভাবে সবাই আতঙ্কিত। সেই ডেঙ্গু প্রতিরোধের নামে কিছু লোকের পরিষ্কার রাস্তা ঝাড়ু দেবর দৃষ্টে সারা বাংলাদেশ মিশ্র প্রতিক্রিয়া চলছে যখন তখন ফেজবুকে স্ট্যাটাসের মাধ্যমে মতামত প্রকাশ করছেন এই সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও লেখিকা শ্রুতি খান।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল,
” বাংলাদেশে শহর গুলোর মধ্যে সবচেয়ে ময়লাযুক্ত শহর হলো ঢাকা। আর এসময় মোরের পাশের জমে থাকা এসব পরিষ্কার না করিয়ে সব সেলিব্রেটিরা এফডিসির সামনে ঝাড়ু দেয়। আবার যেখানে ডেঙ্গুতে লোকজন চিকিৎসা করিয়েও মারা যাচ্ছে। সেখানে কিছু বোকচোদ দোয়া কালাম বের করে ভাইরাল করছে। এরপর যেখানে রোগীদের হাসপাতালে জায়গা হচ্ছেনা সেখানে ফ্রী পরিক্ষা করানোর কথা বলে হাসপাতালেই ডাকছেন। এরকম মহামারিতে সকলের বাসায় গিয়ে চিকিৎসা দেয়া যায় না? তাহলে তো আর রোগীকে হাসপাতালে সিটের জন্য কষ্ট করতে হয়না। একজন ডেঙ্গু রোগী বুঝে কি পরিমান শরীর ব্যাথা হয়। যা নিয়ে বিছানা থেকে তুলে নেয়াটা ও একপ্রকার শাস্তি। তার উপর আবার হাসপাতালে রোগীদেরও দেখা গেছে মশার ঔষুধ দিয়ে মুখের সামনে স্প্রে করে খাওয়ানো হচ্ছে। মশা মারছে নাকি রোগী কোনটা? “

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *