Wednesday, October 4, 2023
Home > জাতীয় সংবাদ > বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

এপিপি বাংলা : যুক্তরাজ্যে সরকারি সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার লন্ডন থেকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লন্ডনে চলমান মেডিকেল চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, লন্ডনের স্থানীয় সময় আগামী বুধবার বিকেল ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটি বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দুত সম্মেলনে’ যোগদান এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী ১৯ জুলাই লন্ডন পৌঁছান।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *