এপিপি বাংলা : “আপনার অপ্রয়োজন হতে পারে, অন্য কারো প্রয়োজন” এ স্লোগানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা – সিলেট মহাসড়কের চান্দুরা ডাকবাংলো যাত্রী ছাউনির মাঝে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে।
মানবতার দেয়াল উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া। মাধবপুর গামী বাস যাত্রী মো. মসকর আলী (৪৫) বলেন এরকম একটি উদ্যোগ দেখে ভাল লাগল।ব্রাহ্মণবাড়িয়া গামী বাস যাত্রী সুন্দর মিয়া বলেন, এই প্রথম উপজেলা পর্যায়ে এ ধরেনর উদ্যোগ দেখলাম। আমার কাছে খুব ভাল লেগেছে।
অসহায়রা এখান থেকে কাপর নিতে পারবে।মানবতার দেয়ালে রয়েছে শিশু, মহিলা ও পুরুষের কাপর।বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ এমদাদ সাগর বলেন, শোকের মাসে এরকম একটি উদ্যোগ নিতে পেরে খুব ভাল লাগছে।
এ দেয়াল থেকে গরিব ও অসহায় মানুষ কাপর নিতে পারবে। মানবতাবোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এসময় বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।