জাহাঙ্গীর হোসেন : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউপি’র ৫নং ওয়ার্ড মেম্বার মরহুম আঃ মালেকের চেহলাম সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর কোতালের বাগের মরহুমের নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়।
কোতালের বাগ মধ্যপাড়া জামে মসজিদে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কোতালেরবাগ মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহ্দী বিন ইব্রাহিম।
উক্ত অনুষ্ঠানে জেলা সোনালী ব্যাংকের এমপ্লয়িজের সভাপতি আব্দুল কাদির, ফতুল্লা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপন, ইউপি সকল সদস্য ও মরহুম মালেক প্রধানের নিজ পরিবারের সকল সদস্য ও আত্মীয়সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ চেহলামে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আঃ মালেক মেম্বার শুক্রবার (১২ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১১টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।