Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > মালয়েশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মালয়েশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকৌশলী রাহাদ উজ্জামান,মালয়েশিয়া থেকে : কোয়ালামপুরের জালান ইপুহর হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের বল রুমে আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং প্রকৌশলী রাহাদ উজ্জামানের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্নআহ্বায়ক অহিদুর রহমান অহিদ।

বুকিত বিনতাং শাখার সহসভাপতি এম আহমেদ এর কোরআন তেলাওয়াত এবং আহ্বায়ক কমিটির সদস্য শ্রী প্রদীপ কুমার এর গীতা পাঠ সহ দুই দেশের জাতীয় সংগীত, বঙ্গবন্ধু সহ তার পরিবার ও ২১ শে গ্রেনেড হামলায় নিহত হওয়া সকল শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় অগ্রগামী দাতুক মোহাম্মদ ফোয়াদ বিন তালিব, সাধারণ সম্পাদক মালয়েশিয়া ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের লেবার উইং এর প্রথম সচিব জনাব হেদায়েতুল ইসলাম (মন্ডল), সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৫ আগষ্টের কালো রাতে হত্যাকারী সহ ২১ শে গ্রেনেড হামলায় জড়িতদের যারা এখনও বাহিরে রয়েছেন তাদের সবাইকে বিচারের আওতায়
এনে দ্রুত বিচার করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘৃনিত কাজ যেন পুনরাবৃত্তি ঘটতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্নআহ্বায়ক রাশেদ বাদল, যুগ্নআহ্বায়ক শাহিন সর্দার, সাবেক আওয়ামী যুবলীগ আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, নূর মোহাম্মদ ভূঁইয়া, কবি আলমগীর হোসেন, হুমায়ুন কবির, হুমায়ুন কবির আমির, এডভোকেট মিরান, শওকত হোসেন টিনু, শাখাওয়াত হোসেন শওকত, মালয়েশিয়া আওয়ামীলীগের মহানগর শাখার সাধারন সম্পাদক আব্দুল বাতেন, পেরাক ইপুহ শাখার সভাপতি হাবিবউল্লাহ লিটন, সাধারন সম্পাদক নাছির উদ্দীন, ক্লাং শাখার সভাপতি সোহাগ হোসেন, রাওয়াং শাখার সাধারন সম্পাদক এস এম জাকির, পুচং শাখার সভাপতি ইকবাল হোসেন, সুংগাইবুলুর সভাপতি ওসমান গনি, পিজে শাখার সাধারন সম্পাদক ইমাম হোসেন, পাংসাপুরি শাখার সভাপতি মূকবুল হোসেন, বানতিং শাখার সাজ্জাদ হোসেন, বাতুকেভ শাখার বজলুর রহমান, বুকিতবিনতাং শাখার সভাপতি লাল্টু বিশ্বাস, যুবলীগ নেতা বাবলা মজুমদার, আশফাকুল ইসলাম সোহেল, সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন সেলিম,ছাত্রলীগের এস কে আরমান, আবুল কাসেম শাহিন সহ আরও অনেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা কাউছার হোসেন, দাতুক লিটন, আওয়ামিলীগ নেতা খোকন কর্মকার, সেচ্ছাসেবকলীগের মশিউর রহমান লিংকন, সহ আরও অনেকে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *