Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > দুই কাশ্মীরি বোনকে অপহরণ করে বিয়ে, বিহারের দুই ভাই গ্রেপ্তার

দুই কাশ্মীরি বোনকে অপহরণ করে বিয়ে, বিহারের দুই ভাই গ্রেপ্তার

এপিপি বাংলা : কাশ্মীরের দুই বোনকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে ভারতের বিহার রাজ্যের দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে। বিয়ের কয়েকদিন পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, জম্মু-কাশ্মীরের পুলিশ বিহার পুলিশের সহায়তায় অপহরণের অভিযোগে ওই দুই সহোদরকে গ্রেপ্তার করেছে। অপহরণের পর জোরপূর্বক বিয়ে করতে বাধ্য হওয়া ওই বোনের বাড়ি কাশ্মীরের রাম্বান জেলায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ জানায়, গ্রেপ্তার ওই দুই ভাইয়ের নাম পারভেজ ও তাবরেজ আলম। তাদের বাড়ি বিহারের সুপাল জেলার রামবিষ্ণুপুর গ্রামে। তারা উভয়ই কাশ্মীরের রাম্বান জেলায় কাঠমিস্ত্রির কাজ করেন।
পুলিশ জানায়, কাশ্মীরি ওই দুই বোনের প্রেমে পড়ে এমন কাজ করেছে বিহারের দুই ভাই। অপহরণের পর তারা ওই দুই বোনকে বিয়ে করে বিহারে নিয়ে আসে। এদিকে মেয়েরা নিখোঁজ হওয়ার পর তাদের বাবা স্থানীয় থানায় অপহরণের মামলা করে। মামলায় তিনি বলেন, তার মেয়েদের বিহারের ওই দুই ভাই অপহরণ করেছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *