কে এম দেলোয়ার হোসাঈন : কাশ্মীরের মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদ এবং তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে দেয়ার দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা বলেন, ভারতের জালিম মোদী সরকার কাশ্মীরের জনগণের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাদের স্বায়ত্তশাসন বাতিল করে তাদের স্বাধীনতা খর্ব করেছে। যা বিশ্ব মুসলিম কোননভাবেই মেনে নেয়নি। তিনি বলেন, মোদী সরকারের বিরোদ্ধে যে দাবানল তৈরী হয়েছে কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে দিতে বিলম্ব করলে ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে।
মহানগর সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ খালেদ সানোয়ারের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মুফতি আব্দুর রহীম সাঈদ, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালিম, নারায়ণগঞ্জ জেলা কে এম সভাপতি মুহাম্মদ দেলোয়ার আল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এমরান হোসাইন শফী , লোকমান হোসাইন, জহিরুল ইসলাম প্রমুখ।