এপিপি বাংলা : মাদক আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়াকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরীপাড়ার নিজ বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করা হয় বলে সাংবাদিকদেরকে জানান র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। তাঁর বাসায় অভিযান চালিয়ে একাধিক বোতল মদ পাওয়া যায় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
মোহামেডানের লোকমান মাদক মামলায় রিমান্ডে
