Wednesday, December 6, 2023
Home > জাতীয় সংবাদ > বিদেশ থেকে আনা গ্যাস ভারতে রপ্তানি হবে: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ থেকে আনা গ্যাস ভারতে রপ্তানি হবে: পররাষ্ট্রমন্ত্রী

এপিপি বাংলা : দেশের কোনো গ্যাস ভারতে রপ্তানি করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে গ্যাস এনে এলএনজি প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এর দ্বারা বাংলাদেশ লাভবান হবে বলেও জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সাতটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করা বিষয়ক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ অংশ নিতে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের সঙ্গে সাতটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে আছে এলপি গ্যাস রপ্তানি ও ফেনী নদীর পানি দেয়ার বিষয়টি। দুটি চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

গ্যাস রপ্তানির চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে। আসলে বিদেশ থেকে আনা আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এতে করে বাংলাদেশেরই লাভ হবে। পৃথিবীর বিভিন্ন দেশ এমনভাবে গ্যাস আমদানি করে প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করছে।’

ভারতকে ফেনী নদীর পানি দেয়ার চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মানবিক বিষয়ের কথা মাথায় রেখে ফেনী নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেয়া হবে। এটা নিয়ে মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিভিন্ন সময় আন্তঃচুক্তি হয়ে থাকে। এরই অংশ হিসেবে আরও নানা চুক্তি হয়েছে, যা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *