Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন ‘প্রিন্স অব কলকাতা’

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন ‘প্রিন্স অব কলকাতা’

এপিপি বাংলা ডেস্ক :  ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলী। রোববার (১৩ অক্টোবর) ভারতের মুম্বাইয়ে বিসিসিআইয়ের অনানুষ্ঠানিক এক সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, এদিন বোর্ড সভায় সভাপতির মনোনয়নের ইস্যু নাটকীয় মোড় নেয়। এতদিন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলকে এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু বোর্ড সভায় গাঙ্গুলির নাম প্রস্তাব করেন সবাই। এরপর সভাপতি পদে মনোনয়ন জমা দেন ‘প্রিন্স অব কলকাতা’।

সোমবার (১৪ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। গাঙ্গুলি বাদে এখন পর্যন্ত কোনো মনোনয়ন জমা পড়েনি। ফলে সভাপতি পদে নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে। কোনো মনোনয়ন জমা না পড়লে গাঙ্গুলি সভাপতি নির্বাচিত হবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৭ সালে সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বহিষ্কারের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সিকে খান্না। ক্রিকেট ছাড়ার পর সংগঠক হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করেন গাঙ্গুলি। সিবিএর সভাপতি হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সময়ে বিসিসিআইয়ের সভাপতি হতে আগ্রহ দেখিয়েছেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলছে ভারতের ক্রিকেটের সূর্য সন্তানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *