Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে খুলনা জেলার কয়রা উপজেলার সুন্দরবনে এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে র‌্যাবের সঙ্গে সুন্দরবনের জলদস্যু আমিনুল বাহিনীর গুলিবিনিময় হয়। এতে দস্যু বাহিনীর প্রধান আমিনুলসহ চারজন নিহত হন।

বন্ধুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *