Wednesday, December 6, 2023
Home > জাতীয় সংবাদ > অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘শুটার লিটন’ গ্রেফতার

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘শুটার লিটন’ গ্রেফতার

এপিপি বাংলা : বিদেশি পিস্তলসহ আলোচিত সন্ত্রাসী শুটার লিটনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিশেষ অভিযানে শুটার লিটন ও তাঁর সহযোগী লারাকে (২৮) গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) র‌্যাব-১০ এর পক্ষ থেকে এই গ্রেফতারের কথা জানানো হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারের সময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার লিটন হত্যাসহ সাত মামলার আসামি ।

র‍্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেফতার করা হয়। পরে রাত আড়াইটার সময় তার সহযোগী লারাকেও গ্রেফতার করা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। লারাকে আজ হস্তান্তর করা হবে।

শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, সম্প্রতি শুটার লিটন জামিনে ছাড়া পান। এরপর নানাভাবে বিভিন্নজনকে হুমকি দিতে থাকেন। পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার কর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *