Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বন্ধুকে খুন করতে গিয়ে খুন হলেন নিজেই!

বন্ধুকে খুন করতে গিয়ে খুন হলেন নিজেই!

এপিপি বাংলা : বন্ধুকে খুন করতে গিয়ে নিজেই খুন হলেন চট্টগ্রামের পাহাড়তলীর সন্ত্রাসী সুজন মল্লিক। জানা যায়, তিনি অন্তত ১০ টি মামলার আসামি ছিলেন।

পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান জানান, এক সময় মালেক ও সুজন বন্ধু ছিল। পরবর্তী সময়ে নানা বিষয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পাহাড়তলীর লঙ্কা পাড়ার সুজন মল্লিক গতকাল সোমবার (১৪ অক্টোবর) তার বন্ধু আবদুল মালেককে খুন করতে যায়। এসময় মালেক ও তার স্ত্রী রুমির পাল্টা আক্রমণে সুজন খুন হয়।

আজ মঙ্গলবার এ খুনের দায় স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মালেকের স্ত্রী রুমি আক্তার। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গ্রেফতার আবদুল মালেককেও কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশ জানায়, সুজন মল্লিক থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু পলাতক থাকায় গ্রেফতার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *