এপিপি বাংলা : নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের নদ-নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন এ কারাদণ্ড প্রদান করেন।
জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, রাত থেকে সকাল পর্যন্ত কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালানো হয়। এসময় মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। তবে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।