Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > বাংলাদেশকে শতবার সহায়তা করবো’

বাংলাদেশকে শতবার সহায়তা করবো’

এপিপি বাংলা : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মনোনীত হয়ে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী বলেন, ১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব।

বুধবার ইডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিসে (সিএবি) নিজ কক্ষে সাংবাদিকদের ভিড় ঠেলে কোনোমতে ঢুকলেন সৌরভ। বিসিসিআই’র সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অভিনন্দন-বার্তা পেয়েছেন বলেও জানান সৌরভ গাঙ্গুলী।

আগামী ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ অলঙ্কিত করবেন কলকাতার রাজপুত্র সৌরভ গাঙ্গুলী। এ জন্য তাকে নিয়ে কলকাতায় একটা বাড়তি উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো- সৌরভকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলের উচ্ছ্বাসের কারণটা কি?

বাংলাদেশ গত বিশ্বকাপে বোলিংয়ের কারণে ভুগেছে জানিয়ে সৌরভ বলেন, বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *