বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব-তামিমরা। তাদের এ সিদ্ধান্তের ফলে ভারত সফর নিয়ে সংশয় দূর হল।
ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির এমন রাগ অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারা মনে করছেন, বিসিবি তাদের ওপর এখন আরও কড়া হবে। এখন ‘লঘু পাপে গুরু দণ্ড’ ভোগ করতে হবে তাদের। ক্রিকেটারদের এখন আতশি কাচের নিচে রাখবে বোর্ড।
সংকট মেটার আগের দিন সংবাদ সম্মেলনেও পাপন কোন ক্রিকেটারকে কী ব্যক্তিগত উপকার করেছেন সেসবের ফিরিস্তি দেন। তবে বুধবার বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদের ওপর শুরুতে রাগ ছিল। এখন কোনও রাগ-টাগ নেই।’
আলোচনা শেষে নাম প্রকাশ না করে শর্তে এক ক্রিকেটার ইএসপিএন ক্রিনইনফোকে বলেন, ‘বোর্ড আমাদের দাবি মেনে নিয়েছে এইটুকু শুধু জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছু আমাদের বলা হয়নি। যেমন প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বাড়বে। কিন্তু সেটা কত তা আমরা জানি না।’
অন্য এক ক্রিকেটার বলেন, ‘মিরাজের ব্যাপারটা আমাদের হতাশ করেছে। যেভাবে আলোচনা শুরু হয়েছে। আমাদের বেশি কিছুর বলার সুযোগ ছিল না।’