Thursday, December 7, 2023
Home > খেলাধূলা > ‘তোমার ফোন নাম্বার ডিলিট করে দেব’

‘তোমার ফোন নাম্বার ডিলিট করে দেব’

এপিপি বাংলা : দেশের ক্রিকেটের ওপর দিয়ে বড়সড় ঝড়ই বয়ে গেছে গত কয়েকদিন ক্রিকেটারদের ধর্মঘটে রীতিমত অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। অবশেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর দাবি মেনে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্দোলন স্থগিত করে শনিবার (২৬ অক্টোবর) থেকেই মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব-তামিমরা। তাদের এ সিদ্ধান্তের ফলে ভারত সফর নিয়ে সংশয় দূর হল।

সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে খেলোয়াড়দের সঙ্গে বসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরুতেই খুঁজতে শুরু করলেন মেহেদী হাসান মিরাজকে। তাকে উদ্দেশ্য করে বিসিবি সভাপতি উচ্চস্বরে বলেন, ‘মিরাজ, আমি তোমার জন্য কী করিনি, আর তুমি আমার ফোন ধরনা? আমি তোমার ফোন নাম্বার ডিলেট করে দেব। তুমি দল থেকে বাদ পড়ে গিয়েছিলে। আমি তোমাকে দলে ফিরিয়েছি। আর তুমি…।’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির এমন রাগ অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারা মনে করছেন, বিসিবি তাদের ওপর এখন আরও কড়া হবে। এখন ‘লঘু পাপে গুরু দণ্ড’ ভোগ করতে হবে তাদের। ক্রিকেটারদের এখন আতশি কাচের নিচে রাখবে বোর্ড।

সংকট মেটার আগের দিন সংবাদ সম্মেলনেও পাপন কোন ক্রিকেটারকে কী ব্যক্তিগত উপকার করেছেন সেসবের ফিরিস্তি দেন। তবে বুধবার বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদের ওপর শুরুতে রাগ ছিল। এখন কোনও রাগ-টাগ নেই।’

সাকিব সংবাদ সম্মেলনে বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। তবে সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত খুশি কি-না বলতে পারছেন না।

আলোচনা শেষে নাম প্রকাশ না করে শর্তে এক ক্রিকেটার ইএসপিএন ক্রিনইনফোকে বলেন, ‘বোর্ড আমাদের দাবি মেনে নিয়েছে এইটুকু শুধু জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত কিছু আমাদের বলা হয়নি। যেমন প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি বাড়বে। কিন্তু সেটা কত তা আমরা জানি না।’

অন্য এক ক্রিকেটার বলেন, ‘মিরাজের ব্যাপারটা আমাদের হতাশ করেছে। যেভাবে আলোচনা শুরু হয়েছে। আমাদের বেশি কিছুর বলার সুযোগ ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *