
এপিপি বাংলা : তামিম ফেরার পর বাংলাদেশ তাদের ইনিংসের সবচেয়ে বড় জুটিটি পায়। সাকিবের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশকে এই স্বস্তি এনে দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। এর মাঝে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব।
যদিও এরপর সাজঘরে ফিরতে হয় তাকে। ফেরার আগে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংস দিয়ে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব সম্পর্কে সৌরভ গাঙ্গুলি একবার বলেছিলেন, শচীন টেন্ডুলকার কিংবা জ্যাক ক্যালিসের মত খেলোয়াড় ১০০ বছরে একবার জন্ম নেয়, আর সাকিব আল হাসানের মত খেলোয়াড় দশ হাজার বছরে একবার জন্ম নেয়…
২০১৫ বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়ার এক ছেলেকে প্রশ্ন করা হয় তুমি বড় হয়ে কোন ক্রিকেটারের মতো হতে চাও? উত্তরে সে তখন বলেছিলো আমি সাকিব আল হাসানের মতো হতে চাই। অস্ট্রেলিয়ার এতো বড় বড় তারকা থাকতে তার কাছে সাকিব আল হাসানকেই পছন্দ হয়েছে।