এপিপি বাংলা : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে ইউনিয়ন ভূমি অফিসের পার্শ্বে উত্তর দিকে প্রায় ২০০ পরিবার বসবাস করেন।তারা চলাচলের জন্য ইউনিয়ন ভুমি অফিসের পার্শ্ব দিয়ে যাতায়ত করে আসচ্ছে। এখন ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণকাজ চলছে এবং ২০০ পরিবারের জন্য যে রাস্তাটি দেওয়া হয়েছে সেই পার্শ্বরাস্তাটির মধ্যে চারটি বড় রেইনট্রি গাছ ও বৈদ্যুতিক খুটি থাকায় এলাকার জনসাধারণ ও গাড়ি চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। এই সমস্যা আংশকা করে ইতিমধ্যেই জেলা প্রশাসকের নিকট ভূমি অফিসের পার্শ্বে উত্তর-দক্ষিণমুখী রাস্তা চেয়ে দরখাস্ত করেছেন মো হারুন মিয়া ও এলাকাবাসী।
এলাকাবাসী ও মোঃ হারুন মিয়ার সূত্রে জানা যায়, ভূমি অফিসের উত্তর পাশে হিন্দু-মুসলিম প্রায় ২০০পরিবারের বসবাস। উক্ত পরিবারের সদস্যগনের প্রাত্যহিক প্রয়োজনে একমাত্র অবলম্বন হিসেবে এই রাস্তাটি ব্যবহার করে। এলাকাবাসী দাবী ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীর, বড় রেইনট্রি গাছ ও বৈদ্যুতিক খুটি থেকে ০৬ (ছয়)ফুট পশ্চিম দিকে নির্মাণ করিলে জনগনের চলাচলের পথ উম্মুক্ত হবে। ২০০ পরিবার এর জীবন মানের কোন ব্যাঘাত ঘটবে না।