খাদিজা আক্তার ভাবনা : ০৯/১১/২০১৯ ইং,নারায়ণগঞ্জ বন্দর কেয়ার ফাস্ট ডায়াগোনিস্ট সেন্টার হল রোমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠান টি সকাল ১০ টা থেকে শুরু করে ও বেলা ১২.৩০ মিনিটে শেষ করে,
এর মাঝে আলোচনা সভায়, গ্রামঃডাঃ হুমায়ুন কবির মৃধা কে সম্মাননা প্রদান করা হয়েছে,
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: এম এম রহমান,
অরগান ফার্মাসিউটিক্যাল এর সম্মানিত জি এম রোকুনুজ্জামান , ও কেয়ার ফাস্ট এর পরিচালক মো: মাকসুদ, গ্রাম:ডাঃ বাংলাদেশের সম্নয়কারীি মো: হেকমত. ও নারায়নগন্জ গ্রাম ডাক্তার এর কো-অডিনেটর তৌয়মুর সম্মানিত ব্যাক্তিবর্গ,
হুমায়ুন কবির মৃধা জানান, আমাকে স্বাধীনতা দিবস,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে, ফ্রি মেডিকেল ক্যাম্প ২০১৯ ইং, বন্দর-নারায়ণগঞ্জ এ সার্বিক সহযোগিতা ও বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করেছেন আমাকে, আর আমি গ্রামঃডাঃ হুমায়ুন কবির মৃধা সবার কাছে ও প্রশান্তি হেলথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি,