Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > পঞ্চগড়ে এবার ট্রাকচাপায় প্রাণ গেল আরেক শিশু শিক্ষার্থীর

পঞ্চগড়ে এবার ট্রাকচাপায় প্রাণ গেল আরেক শিশু শিক্ষার্থীর

নিহত সাহিম চেকরমারি এলাকার শহিদুলের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সাহিম তার কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কের চেকরমারি এলাকায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *