Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > এবার সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত; পুড়ে গেছে ৪ বগি

এবার সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত; পুড়ে গেছে ৪ বগি

মোঃ আবু তালহা নোমান : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত হয়ে ৫টি বগিতে আগুন লেগেছে, এর মধ্যে পুড়ে গেছে ৪টি বগি। ইঞ্জিনও পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ২টায় ঢাকা থেকে লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে।

ট্রেনটি দুই নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু স্টেশনমাস্টার এক নম্বর লাইনে সিগন্যাল দিয়ে দেন। এতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনসহ ৫টি বগিতে আগুন ধরে যায়। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেলযোগাযোগ। উত্তরবঙ্গের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *