Friday, December 1, 2023
Home > জাতীয় সংবাদ > সারা দেশেই পেঁয়াজ এখন ডাবল সেঞ্চুরিতে

সারা দেশেই পেঁয়াজ এখন ডাবল সেঞ্চুরিতে

এপিপি বাংলা : রাজধানীসহ প্রায় সারা দেশেই পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। দেশের বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে।

ঈশ্বরদী, বগুড়া ও কুড়িগ্রামের খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গতকাল পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার দাম বেড়ে ১৮০ টাকা হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। খুচরা বাজারে যা ২০০ বা তার থেকেও বেশি।

পাইকারি বাজারে মিসর থেকে আমদানি করা পেঁয়াজের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মিয়ানমার থেকে আনা ভালো মানের পেঁয়াজের দাম ছুঁয়েছে ১৯০ টাকা কেজি। আর মিয়ানমার থেকে আনা মাঝারি মানের পেঁয়াজের দর ১৬০ টাকা কেজি।

বেশ কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে ২ দিন পেঁয়াজ খালাস বন্ধ ছিল। এরপরই একদিনে বেড়ে গেছে ৩০ টাকা। শিগগির দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।

এদিকে পেঁয়াজের আকাশছোঁয়া দামে ক্রেতারা হিমশিম খেলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, নতুন পেঁয়াজ উঠলে এবং বিদেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দ্রুত নিয়ন্ত্রণে আসবে বাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *