Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > ইডেনে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা-মমতা

ইডেনে ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা-মমতা

এপিপি বাংলা : ২২ নভেম্বর ইডেনে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিন কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাটি টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার (৯ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ইডেনের এই ঐতিহাসিক টেস্টে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘না’ বললেও পরে বিসিসিআই প্রধানের অনুরোধ ফেলতে পারেননি তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে নিজ মুখেই জানিয়েছেন সেই কথা, ’২২ তারিখ ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট আছে। সে দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে থাকবেন। সৌরভ আমাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছে। আমি ওই দিন ইডেনে যাব।’

যে কারণে দিন-রাতের টেস্টের স্বপ্ন দেখেছিলেন সৌরভ, ইডেনে সেটাই হয়তো সত্যি হতে চলেছে। টেস্ট দেখতে ভরে যাবে যাবে ইডেন। এক দিন আগেও সিএবির দোতলায় দাঁড়িয়ে সেই স্বপ্নের কথা আবারও শোনা গেল বোর্ড প্রেসিডেন্ট সৌরভের কথায়, ‘টিকিট বিক্রি ভালোই হচ্ছে। আশা, সব টিকিট বিক্রি হবে।’ এছাড়া দিন-রাত্রির এই টেস্টে ইডেন ‘ফুলহাউস’ হয়ে যাবে বলে আশা করছেন সিএবি কর্তারাও।

২০০০ সালে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সাদা পোশাকে বাংলাদেশের যে দলটি সে ম্যাচে খেলেছিল, তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে সিএবি। কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকারকেও আনার চেষ্টা করছেন নবনির্বাচিত বিসিসিআই সভাপতি সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *