এপিপি বাংলা : সম্প্রতি ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেই সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা জজ আদালতের আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
রোববার দুপুরে রেখাকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ জারি করা হয়। তবে সেটি বিকেলে প্রকাশ পায়।
এদিকে একই সময় অন্য একজন মহুরী রেখা রানীকে ৪০০ টাকা উৎকোচ দেন। যা ওই ভিডিওতে ধারণ করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও গত শুক্রবার ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়।
রেখা রানী দাস বিগত চার দলীয় জোট সরকারের সময়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অফিস সহায়ক (পিওন) পদে চাকরিতে যোগ দেন। পরে দুই দফায় পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে প্রসেস সার্ভার ও সেরেস্তা সহকারী হন তিনি।