এপিপি বাংলা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, স্বাধীনতাপুর্ব থেকে শুরু করে আজ অবধি সামাজিক-রাজনৈতিক অনাচারের বিরুদ্ধে যে কয়টি সফল আন্দোলন সংঘটিত হয়েছে তার সবগুলোর উদ্যোগই নিয়েছিল সংগ্রামী ছাত্র সমাজ। বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে লাগামহীন নৈরাজ্য, সন্ত্রাস, হত্যা, টেন্ডারবাজী, দলবাজী চলছে, দেশের মানুষ যে দুঃসহ জীবন পার করছে তার বিরুদ্ধে ছাত্র সমাজ উদ্যোগী হলেই সকল নৈরাজ্যের অবসান ঘটবে। তবে তা হতে হবে স্বাধীন-স্বকীয় ধারায়। বাংলাদেশ ছাত্রলীগকেই সেই রাজনৈতিক দলের লেজুরবৃত্তি মুক্ত ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বিকেল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তানিয়া রব এসকল কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগ এর আহাবায়ক তৌফিক উজ জামান পীরাচা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এস এম আনছার উদ্দিন, আবদুর রাজ্জাক রাজা, আবদুল্যাহ আল তারেক, এ্যাড. জয়নাল আবদিন, এস এম সামছুল আলম নিক্সন। আরও বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহমুদুল হাসান মুক্তার, আকবর হোসেন, আদনান রাতুল প্রমুখ।