এপিপি বাংলা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ষ্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, কোন রকম ঘোষণা ছাড়াই ঘোষিত-অঘোষিত ধর্মঘট করে জনগণকে জিম্মি করা, বেপরোয়া গাড়ী চালানোর মাধ্যমে প্রতিনিয়ত হত্যা, অতিরিক্ত ভাড়া আদায়, প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, রাস্তায় ইচ্ছাকৃত যানজট সৃস্টি, ফিটনেস বিহীন গাড়ী চলাচল, লাইসেন্স বিহীন চালকের দৌরাত্মে দেশের পরিবহণ খাতে চরম নৈরাজ্য বিরাজ করছে। পরিবহণ খাতের নৈরাজ্যে জনগণের ভোগান্তি চরম পর্যায়ে। সরকার পরিবহণ খাতে শৃংখলা ফিরিয়ে আনতে ব্যর্থ।
এমতাবস্থায় পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ এবং সরকারের প্রতিনিধিদের যৌথ অংশগ্রহণের ভিত্তিতে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য ও যুগোপযোগী পরিবহণ নীতি ও আইন প্রণয়ন করে পরিবহণ খাতের নৈরাজ্য দূর করতে হবে।
সভায় দলের মূলধারার বাইরে গিয়ে পত্রিকায় বিবৃতি প্রদানকারী ৮ জনের প্রসঙ্গে গৃহীত অপর এক প্রস্তাবে বলা হয়, জেএসডি’র ঘোষিত অংশীদারিত্বের গণতন্ত্র হচ্ছে বিদ্যমান উপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে শ্রম-কর্ম-পেশার জনগণের রাজনৈতিক আকাঙ্খার বাস্তবায়ন এবং দ্বিতীয় ধারার রাজনীতির ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা। এই মূল নীতির ভিত্তিতেই রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় সমাজ শক্তির অংশীদারিত্ব ভিত্তিক কার্যকর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান উপনিবেশিক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় অংশীদারিত্বের কর্মসূচী বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত রাষ্ট্রীয় রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এক জটিল ও দ্বান্দিক প্রক্রিয়া।
সুতরাং এই দীর্ঘতর জটিল প্রক্রিয়ায় বিভ্রান্তি বা অস্থিরতাপূর্ণ প্রবনতা দিয়ে অংশীদারিত্বের কর্মসূচী বাস্তবায়ন সম্ভব নয়। সংগঠনের সীমাবদ্ধতা বা কৌশলগত রাজনৈতিক অবস্থান বা বিরোধ নিয়ে দলের অভ্যন্তরেই সমাধান খুঁজতে হবে। কৌশলগত মিত্র বা কৌশলগত আন্দোলন কোন চিরস্থায়ী অবস্থান নয়। দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যকরী কমিটি, ষ্টিয়ারিং কমিটির নিয়মিত বৈঠকে রাজনৈতিক-সাংগঠনিক প্রশ্নে গৃহীত সিদ্ধান্ত কোন কমিটির কোন বৈঠক ছাড়া রিকুইজিশন আহ্বান এবং কোন মিটিং ছাড়াই শুধুমাত্র পত্রিকায় বিবৃতি দিয়ে সবকিছুকে অবৈধ বলা কোনভাবেই বিবৃতিদাতাদের বৈধতার নিশ্চয়তা দেয়না, বরং অংশীদারিত্বের রাজনীতি বা সংগঠন ক্ষতিগ্রস্থ হয়।
দলের ঘোষিত রাজনীতির বৃহত্তর স্বার্থে বিবৃতিদাতাদের অতিদ্রুত দলের মূল শ্রোতধারায় সম্পৃক্ত হওয়ার জন্য ২৩ নভেম্বর-২০১৯ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
আজ বিকেল ৪ টায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এর সভাপতিত্বে তাঁর উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত ষ্টিয়ারিং কমিটির সভায় এ প্রস্তাবসমূহ গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।