Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত ৮

মুন্সীগঞ্জে বাস-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আট জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে শ্রীনগরের ষোলঘরে মাওয়াগামী স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১০ জন যাত্রী আহত অবস্থায় সেখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এ ঘটনায় নিহতদের মধ্যে এক বৃদ্ধা ও শিশুর মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিহতদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *