Monday, September 27, 2021
Home > আঞ্চলিক সংবাদ > ক্রিকেটার নাইমকে নিজ জেলায় ব্যাপক সংবর্ধনা

ক্রিকেটার নাইমকে নিজ জেলায় ব্যাপক সংবর্ধনা

এপিপি বাংলা : নাইম শেখ তার নিজ জেলা ফরিদপুরে পৌঁছালে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাইম শেখ তার নিজ জেলা ফরিদপুরে পৌঁছালে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়।
রোববার বিকাল ৪টায় তিনি ঢাকা থেকে প্রাইভেটকারযোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে আসলে ওপেনিং ব্যাটসম্যানকে ফরিদপুরবাসী ফুলের মালা ও ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর শত-শত মোটরসাইকেল তাকে সঙ্গে নিয়ে ফরিদপুরে তার বাড়ির উদ্দেশ্য রওনা হয়।
ফরিদপুর শহরের প্রধান সড়ক কিছুটা ঘুরে তাকে বহনরত গাড়ি গোয়ালচামট ১নং সড়কের মুখে এলে তার পিতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল সংবর্ধনা জানান।
এ সময় নাইম শেখ বলেন, আগামী মঙ্গলবার আমরা নেপালে খেলতে যাব। সেখানে আমাদের একটাই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।
তিনি বলেন, কদিন আগে ইন্ডিয়াতে ভালো খেলতে পেরে নিজের অনেক ভালো লাগছে। সামনে আরও ভালো করার চেষ্টা থাকবে। দল ও দেশের ক্রিকেটের জন্য যথাসাধ্য চেষ্টা করবো।
এদিকে নাইম শেখ তার নিজ বাড়িতে আজ কিছুটা সময় থেকে সন্ধ্যায় আবার ঢাকায় তার ফিরে যাওয়ার কথা রয়েছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *