Thursday, December 7, 2023
Home > আইটি > কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়

কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়

এপিপি বাংলা : ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরপিত কড়াকড়ি হচ্ছে।
এ বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসায় তা শিথিল করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক নির্দেশনায় দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে লেনদেনে বেশ কিছু শর্ত আরোপ করেছে। এতে বেশি বেকায়দায় পড়েছেন তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্টরা। মূলত কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নেয়।
তবে অসাধু ব্যক্তিদের কর্মকাণ্ড ঠেকাতে গিয়ে বেকায়দায় পড়ে তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্টরা। কেননা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে তাদের ডোমেইন কেনা, সার্ভার বিল পরিশোধ, অ্যাপ কেনাসহ বিভিন্ন সেবার জন্য বৈদেশিক মুদ্রায় কেনাকাটা করতে হয়। এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের কথা জানিয়েছেন পলক। কড়াকড়ি শিথিল হলে তা তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট বিশেষ করে ফ্রিল্যান্সারদের বিড়ম্বনা কমাবে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শুক্রবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন, ‘সাম্প্রতিক সময়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে আমাদের অসংখ্য ফ্রিল্যান্সার ও আইটি সেক্টরের সঙ্গে জড়িত অনেকেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে।
এ বিষয়টি আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নজরে আসে এবং তিনি এটি দ্রুত সমাধান করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশনা প্রদান করেন। আশা করছি ফ্রিল্যান্সারদের কল্যাণে এবং আইটি সেক্টরের প্রসারে খুব অল্প সময়ের মধ্যে এই কড়াকড়ি শিথিল করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *