Thursday, December 7, 2023
Home > আন্তর্জাতিক > নেপালে যাত্রিবাহী বাস খাদে পড়ে ১৭জনের মৃত্যু

নেপালে যাত্রিবাহী বাস খাদে পড়ে ১৭জনের মৃত্যু

এপিপি বাংলা : পশ্চিম নেপালের পাহাড়ি রাস্তায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে আটজন নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নেপাল পুলিশ সূত্রে জানা যায়, বাসটি নেপালের রুপানদেহি জেলার বুটাওয়াল শহরে যাচ্ছিল। যাত্রাপথে আরঘাখাছি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। কাঠমান্ডুর ৫৫০ কিলোমিটার পশ্চিমে, সান্ধিখারকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই আজজন নারীসহ ১৭ জন মারা যায়। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা সকলেই ওই বাসের যাত্রী। আহতদের বুটাওয়াল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় এখনও জানা যায়নি। বাস দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *