এপিপি বাংলা : আশার ফানুস উড়িয়ে নেপাল যাত্রা করে বাংলাদেশ ক্রিকেট দল। এরইমধ্যে সেখানে পা রেখেছে তারা। ভারত-পাকিস্তানকে ছাড়াই হচ্ছে এবারের এসএ গেমস ক্রিকেট ইভেন্ট। সেক্ষেত্রে ছেলেদের ক্রিকেট ইভেন্টের বড় দল এখন বাংলাদেশ ও শ্রীলংকা। অবশ্য স্বাগতিক নেপালকেও গোনায় রাখতে হবে।
তবে পাঁচ দলের এ টি২০ প্রতিযোগিতায় বাংলাদেশকেই ফেভারিট মনে করেন কোচ চম্পকা রমানায়েকে। তার বিশ্বাস দারুণ এই সুযোগ কাজে লাগিয়ে স্বর্ণ জিতবে শান্ত-সৌম্যরা, ‘স্বর্ণপদক জয়ের ব্যাপারে আমার আশাবাদী। সেই সাথে বিশ্বকাপেরও একটা প্রস্তুতি হবে।’
এর আগে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে সাইফ ছাড়াও আছেন পেসার মানিক খান। তবে চোটের কারণে বাদ পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, নেই পেসার আবু হায়দারও।
একনজরে সময়সূচি
৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম মালদ্বীপ
৬ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভুটান
৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
* সব ম্যাচ কাঠমান্ডুতে।