Wednesday, December 6, 2023
Home > স্বাস্থ্য > শীতের স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্যাজলিন বিতরনে স্মাইল নারায়ণগঞ্জ শাখার তরুন তরুনী

শীতের স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্যাজলিন বিতরনে স্মাইল নারায়ণগঞ্জ শাখার তরুন তরুনী

এপিপি বাংলা : শীতের কাটাছেঁড়া, পা ফাটা, ঠোঁট ফাটা ইত্যাদি নানান সমস্যাই বাচ্চাদের জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ অসুখের কারণ। এমন একটি ভাবনা থেকেই শীতে বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্যাজলিন বিতরণ এর ইভেন্ট করেন নারায়ণগঞ্জ স্মাইল শাখার মেম্বাররা।

ত্বকের সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত এই অংশ হিসেবে গত ১ ডিসেম্বর ৬৫ নং মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে ভ্যাসলিন বিতরণ করা হয়। পাশাপাশি তাদের শীতের স্বাস্থ্যের যত্ন সম্পর্কে আলোচনা করা হয়।

শীতে ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় ও কার্যকর পরামর্শ দেন স্মাইল নারায়ণগঞ্জ শাখার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম মুন্না।

শীতে বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভ্যাজলিন বিতরণ ইভেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন সাধারণ সম্পাদক ফতুল্লা থানা ছাত্রলীগ এবং উক্ত স্কুলের সভাপতি এম.এ. মান্নান
,এছাড়াও উক্ত উপস্থিত ছিলেন মুসলিম নগর ১,২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার আসমা আক্তার,সহকারী সম্পাদক আলোর তরী পত্রিকার মাহফুজ আহম্মেদ, স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ছাড়াও স্মাইলের নারায়ণগঞ্জ শাখার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম মুন্না, কো অরডিনেটর তারেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুভ, সহকারি মহিলা বিষয়ক সম্পাদক মেঘলা আক্তার,শিশু বিষয়ক সম্পাদক আল আমিন, সহকারী কো অরডিনেটর ইভা সুলতানা সহ অন্যান্য মেম্বাররা উপস্থিত ছিলেন।

আয়োজিত এই অনুষ্ঠানে স্মাইলের জেলা সেক্রেটারি বলেন, ‘স্মাইল অসহায় মানুষের কথা ভাবে, তার ধারাবাহিকতায় একটার পর একটা সেবা মুলক কাজ করে যাচ্ছি।ভ্যাজলিন বিতরণ ও তেমনই একটা ইভেন্ট । আর ত্বকের ছোটখাটো সমস্যা যেন বড় আকার ধারণ করতে না পারে, সে বিষয়ে সচেতনতা তৈরি করাই এ ইভেন্টের উদ্দেশ্য।

স্মাইলের পক্ষ থেকে উক্ত স্কুলকে একটি সম্মাননা স্বারক দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *