এপিপি বাংলা : বাংলাদেশ ওয়ানডে দলের সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা তাকে নিয়ে রাজনীতি না করতে দলের নেতাকমীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মাশরাফি এ আহ্বান জানান।
মাশরাফি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দলে গ্রুপিং করবেন না। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাকে নিয়ে পলিটিকস করবেন না।