Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী-,ও লিফলেট বিতরণ,

নারায়ণগঞ্জে ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী-,ও লিফলেট বিতরণ,

খাদিজা আক্তার ভাবনা :  আনসার ভিডিপি, (১৫ ও ১৭ নং ওয়ার্ড), সদর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে পালিত হলো ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী-,ও লিফলেট বিতরণ,

আনসার ভিডিপি, (১৫ ও ১৭ নং ওয়ার্ড), সদর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে অাজ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় খেয়া ঘাট সংলগ্ন পালিত হলো ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী-০১’। কর্মসূচিটির শুভ উদ্বোধন ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলার এসিল্যান্ড জনাবা রোমানা আক্তার ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।

সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ০৪টা পর্যন্ত উক্ত কর্মসূচী চলে। এসিল্যান্ড জনাবা রোমানা আক্তার তার স্মৃতিচারণে তিনি শিক্ষাজীবনে একজন সুপার ডোনার হিসেবে ছিলেন।

এখনও তিনি নিয়মিত রক্তদানে আগ্রহী এবং তার পরিবারসহ সবাই সবসময় এ ধরনের মহতী কাজের পাশে আছে বলে জানান। নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল করিম বাবু বলেন, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে নয় একজন মানুষ হিসেবে সবসময় মানুষের পাশে ভালো কাজে এগিয়ে  আসবেন,

এবং অানসার ভিডিপির ১৭নং ওয়ার্ড দলনেতা মোহাম্মদ নাহিদ সহ সকল স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন একটি উদ্যোগ নেয়ার জন্য।
কমর্সূচিটিতে কারিগরি সহায়তায় ছিল নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ। নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি মোঃ রাকিব হোসেন বলেন, রক্তদান মহত একটি কাজ। এ কাজে সবসময় সকলকে পাশে চাই। প্রতিদিন গড়ে ২৫-৩০ ব্যাগ তাদের সংগঠন থেকেই তারা সরবরাহ করে থাকেন।
এছাড়াও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি সাইদ সেলিম(নারায়ণগঞ্জ শাখা) সহ স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত ব্যক্তিরাও সম্মেলিত হয়েছিলেন এ কর্মসূচিকে সফল করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *