Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মাদারীপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হ‌য়ে বৃদ্ধার মৃত্যু

মাদারীপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হ‌য়ে বৃদ্ধার মৃত্যু

এপিপি বাংলা : মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে আগুনে পুড়ে হাজু বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার মৃত ইনসান বেপারীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাজু বিবি নিজ বাড়ির রান্না ঘরে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে গেলে দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার খন্দকার মাইনুল হাসান জানান, সকালে এক বৃদ্ধা আগুনে দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এরপর তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল কিন্তু রাতে তার অবস্থা অনেকে খারাব হওয়ার এক পর্যায় তার মৃত্যু হয়।

রাজৈর থানার ওসি মুহা. শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *