ডেস্ক রিপোর্টঃ প্রকাশ হচ্ছে রাজিয়া সুলতানা মুক্তির দুটো মৌলিক গান। আমার ভিতর বাহির এবং আমি একা শিরোনামের গান দুটোর মিউজিক ভিডিও প্রকাশ করছে জি সিরিজ অডিও প্রকাশনী সংস্হা।সুরকার ফয়সাল আহমেদ , সংগীতায়োজন আমজাদ হোসেন এবং গীতিকার শিল্পী নিজেই। শিল্পী রাজিয়া সুলতানা বলেন, দীর্ঘ দিন গানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকলেও মৌলিক গান করা হয়ে ওঠেনি। ফোক আঙ্গিকে করা আমার ভিতর বাহির এবং একেবারেই ভিন্ন মেলোডি আর আধুনিকত্ব মিলিয়ে করা ২য় গানটি সাধারণ শ্রোতা থেকে শুরু করে বোদ্ধা শ্রোতাগণের মাঝে ও সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।গানের লেখা সম্পকে শিল্পী নলেন, তার বহুদিনের লেখালেখির চর্চা যে সত্যিই সুর পাবে এটা কখনোই ভাবনাতে ছিল না। ফয়সাল ভায়ের ইচ্ছেতেই সাহস করে এগিয়ে আসা। আমার গান দুটো সকলের মনকে ভাললাগায় ভরিয়ে দিলেই আমার সংগীতচর্চার সার্থকতা। সবার কাছে দোয়া চাই যেন বেশি করে মৌলিক গান নিয়ে বার বার শ্রোতার কাছে আসতে পারি।