Wednesday, November 29, 2023
Home > রাজনীতি > রাজাকার কোনো সময় ‘শহীদ’ হতে পারে না : রব

রাজাকার কোনো সময় ‘শহীদ’ হতে পারে না : রব

এপিপি বাংলা : ‘রাজাকার কোনো সময় শহীদ হতে পারে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করা সংগ্রাম পত্রিকার বিষয়ে জানতে চাইলে এমন জবাব দেন আ স ম আবদুর রব।

এসময় তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধের বিষয় জিইয়ে রাখা হয়েছে যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। যাতে করে দুর্বৃত্তায়ন করা যায়। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করি।’

আ স ম আব্দুর রব এর নেতৃত্বে জেএসডির নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবিদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবার মুহুতে।

রব বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ উইথড্রো হয়ে যাবে আর জনগণের জন্য কোনো প্রটেকশন থাকবে না এই ধরনের অরাজকতা তো এই দেশে চলতে পারে না।’

তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা যে জন্য জীবন দিয়েছেন সেই স্বাধীন বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয় নাই। অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, ভোট ডাকাতি সবই চলছে দেশে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *