Saturday, December 2, 2023
Home > আন্তর্জাতিক > ট্রাম্পের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে চাইনি: গ্রেটা

ট্রাম্পের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে চাইনি: গ্রেটা

পরিবেশ আন্দোলনের সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলেছেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের সাথে দেখা করে সময় নষ্ট করতে চাননি তিনি।
১৬ বছর বয়সেই সেলিব্রেটি বনে যাওয়া এ কিশোরী সোমবার বিবিসি রেডিও-৪ এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
গ্রেটা থানবার্গকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, জলবায়ু সম্মেলনে যদি ট্রাম্পের সঙ্গে কথা হতো, তাহলে তিনি ট্রাম্পকে কী বলতেন?
উত্তরে গ্রেটা বলেন, আমার মনে হয় না আমি তাকে কিছু বলতাম। তিনি বিশেষজ্ঞ, বিজ্ঞানী কারও কথাই আমলে নিচ্ছেন না। সেখানে আমি আর উনাকে কী বলব? তার সঙ্গে কথা বলে তাই আমি সময় নষ্ট করতে চাইনি।
সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাব পাওয়ার পর গ্রেটা থানবার্গকে নিয়ে হাস্যরস করে টুইটার পোস্ট দিয়েছিলেন ট্রাম্প।
এর পরই বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ট্রাম্পের ব্যাপারে ওই মন্তব্য করলেন গ্রেটা। এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোও গ্রেটাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, গণমাধ্যম গ্রেটাকে নিয়ে বাড়াবাড়ি করছে।
ওইসব আক্রমণের ব্যাপারে গ্রেটা বলেছেন, ওসব নিছকই মজার উপলক্ষ্য তৈরি করেছে, আমি ওসবকে এতো গুরুত্ব দিইনি। যে ব্যাপারটি আমাকে ভাবিয়েছে তা হলো বুড়িয়ে যাওয়া নেতারা তরুণদের পরিবর্তনের কথা সহ্যই করতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *