Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করলেন তরিকুল ইসলাম

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করলেন তরিকুল ইসলাম

 

বিশেষ প্রতিনিধি : বছরের প্রথম দিনেই দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারি লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম।

এসময় তিনি বলেন- ‘‘সর্বস্তরের শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যা কমানোর উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন, অর্থাৎ প্রতি বছর জানুয়ারির ১ তারিখেই সারা দেশের সর্বস্তরের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করেছেন।’’

তিনি আরো বলেন- ‘‘এভাবেই বিনামূল্যে কোটি কোটি বই ছেপে সেই বই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষ সূচনার উদ্যোগ নিয়ে এ যাবতকালে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।’’

অনুষ্ঠানে দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. এসকেন্দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও সোনালী ব্যাংক এর অবসরপ্রাপ্ত ম্যানেজার মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *