জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানি হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাশেম সোলাইমানি হত্যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একক আধিপত্য অক্ষুন্ন রাখার হীন মনোভাবেরই বহিঃপ্রকাশ। এ হত্যা শুধু মাত্র মধ্যপ্রাচ্য নয় সমগ্র বিশ্ব ব্যবস্থাকেই অস্থির করে তুলবে। নেতৃবৃন্দ ধৈর্য ধারণ ও সহনশীল মনোভাবের মাধ্যমে যুদ্ধ-সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহবান জানান।
Like & Share