এপিপি বাংলা : সদ্য প্রয়াত হয়েছেন এদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সুরকার বাসুদেব ঘোষ। গত ২৯ ডিসেম্বর রাত ১১:১৫ মিনিটে বারডেম হাসপাতালে হৃদরোগে অাক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদেশের অনেক জনপ্রিয় ও নতুন শিল্পীরা তাঁর সুর ও সঙ্গীতে গান গেয়েছেন।
পলাশ লোহ, বাসুদেব ঘোষের সুর ও সঙ্গীতে ২৫ টি মৌলিক গান গেয়েছেন যার কয়েকটি গান রিলিজ হয়েছে।
বাসুদেব ঘোষ’কে শ্রদ্ধা জানিয়ে গীতিকবি রফিক সুলায়মান লিখেছেন গানটি ‘হয়না সৃজন আর মায়াবী মালকোষ, নেই যে আমাদের বাসুদেব ঘোষ।’
গানটির সুর করেছেন পলাশ লোহ এবং গাইছেনও তিনি। সঙ্গীত পরিচালনা করছেন কেডি উজ্জ্বল।
গানটির কাজ চলছে। খুব শিগগিরই এইচআর চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
প্রয়াত বাসু দা’কে শ্রদ্ধা জানিয়ে পলাশ লোহের গান
