Wednesday, November 29, 2023
Home > বিশেষ সংবাদ > মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি বাবুলের নেতৃত্বে অসুস্থ, অসহায় ও দুর্ঘটনাজনিত শ্রমিকদের পাশে

মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি বাবুলের নেতৃত্বে অসুস্থ, অসহায় ও দুর্ঘটনাজনিত শ্রমিকদের পাশে

এপিপি বাংলা : মালয়েশিয়া প্রবাসী শ্রমিক রঞ্জিত মল্লিক বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়।সে গত তিন মাস আগে রোড এক্সিডেন্টে করে মালয়েশিয়ার শাহ আলম হসপিটালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।
খবর পেয়ে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকবান্ধব নেতা নাজমুল ইসলাম বাবুল এর নেতৃত্বে মালয়েশিয়া শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ আলম ও সহ সভাপতি শুভাশ ছুটে যান শাহ আলম হসপিটালে।
সেখানে তারা রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে রোগীর চিকিৎসার বিস্তারিত আলাপ আলোচনা করেন।

তার পাশাপাশি মোঃ সোহেল নামে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর আরেক জনকে দেখে তারও খোজখবর নেন।
মোঃ সোহেল গত তিন মাস আগে শাহ আলমে কাজের সময় মেশিনে হাট কাটা যায়।
গত তিন মাস ধরে সে ইউপিএম মালায়া হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। রোগীটি এখন কথাবার্তা বলতে পারেনা, আশংকাজনক অবস্থায় সে ইউপিএম মালায়া হসপিটালে চিকিৎসাধীন আছেন।
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সম্মানিত সভাপতি নাজমুল ইসলাম বাবুল সংবাদ পেয়ে ছুটে যান ইউপিএম মালায়া হসপিটালে। বাবুলের সাথে ছিলেন মালয়েশিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাঈদ।
তারা মোঃ সোহেল এর চিকিৎসার যাবতীয় খোজ খবর নেন।ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *