Wednesday, November 29, 2023
Home > বিনোদন > আঁখি আলমগীর ও তপন চৌধুরীর জীবনে বিশেষ দিন আজ

আঁখি আলমগীর ও তপন চৌধুরীর জীবনে বিশেষ দিন আজ

এপিপি বাংলা : জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও আঁখি আলমগীরের জীনে বিশেষ দিন আজ। এই দিনেই তারা পৃথিবীতে আসেন। জন্মদিন জনপ্রিয় এই দুই শিল্পী ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
তপন চৌধুরী তার সংগীত জীবন শুরু করেন জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’র সদস্য হিসেবে। পরবর্তীতে তিনি সলো ক্যারিয়ারের প্রতি মনযোগী হন। একক অ্যালবাম, ফিল্মের প্লেব্যাকে ব্যস্ত সময় পার করেছেন তিনি। গেয়েছেন অনেক জনপ্রিয় গান।
অন্যদিকে কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আজ তারও জন্মদিন।
আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখেন। ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের ভুবনে তার আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *