Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আহাম্মদ আলী রেজা উজ্জ্বল

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আহাম্মদ আলী রেজা উজ্জ্বল

 

খাদিজা আক্তার ভাবনাঃ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় শুরু হওয়ার আগে আহাম্মদ আলী রেজা উজ্জল কেন্দ্রীয় নবনির্বাচিত যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় কেন্দ্রীয় নেতারা আহাম্মদ আলী রেজা উজ্জলকে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমানের আদর্শে দেশ ও দলের জন্য কাজ করার পরামর্শ দিয়ে যুবলীগের নেতাকর্মীদের খোজখবর নেন।

এসময় আহাম্মদ আলী রেজা উজ্জলের সাথে মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিথ ছিলেন।

পরে তারা আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *