জাহাঙ্গীর হোসেনঃ ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে ১১ জানুয়ারী সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১য় রাউন্ড) পালিত হবে। এবার নারায়ণগঞ্জে ৪ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে সিটি করপোরেশন এলাকা ব্যতিত জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সের ৩৫ হাজার ৮৪৪ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৮১ হাজার ৩৬৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। অপরদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৩৪০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সের শিশুদের একটি নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ইমতিয়াজ। আরো উপস্থিত ছিলেন জেলা ইপিআই কর্মকর্তা মো.লুৎফর রহমান, বিশ্বস্বাস্থ্য সংস্থার ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা.ফারহানা রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.শাকির হোসেন, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমুখ।
সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোন ঝুঁকি নেই। এব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এবছর মোবাইল এপসের মাধ্যমে অনলাইনভিত্তিক সুপারভিশন কার্যক্রম পরিচালনা করা হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে একাধিক এডভোকেসী সভা ছাড়াও বিভিন্ন মসজিদে ইমামদের জুমআর খুতবায় জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
নারায়ণগঞ্জে ৪ লক্ষাধিক শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
